বিনোদন ডেস্ক-
করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আজ ২৪ জানুয়ারি, বুধবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিয়েছেন তিনি। টিকা নিয়ে নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন তিনি।
টিকা নিয়ে হাসপাতালের কর্মরতদের সঙ্গে হাসিমুখে সেলফিও তুলেছেন তাহসান। ক্যাপশনে লিখেছেন, ‘অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ আমাদের সম্মুখসারির যোদ্ধাদের ধন্যবাদ।’
টিকা নিয়ে দেশীয় একটি গণমাধ্যমকে তাহসান বলেন, ‘টিকা নিলাম, কিন্তু কোনো টেরই পাইনি। টিকা নেওয়ার পর ৩০ মিনিট অবজারবেশনে থাকা লাগে। কিন্তু আমার শুটিং থাকায় ১৫ মিনিট পর চলে এসেছি। পৃথিবীর অনেক দেশ যেখানে টিকার জন্য অপেক্ষা করছে, সেখানে বাংলাদেশে ৪০ বছরের বেশি বয়সী সবাই টিকা নিতে পারছে। এ জন্য সরকারকে ধন্যবাদ।’
সংগীতের পাশাপাশি অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাহসান। বেশকিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মে সেগুলো মুক্তির কথা রয়েছে।