আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ
করোনার সময় শিক্ষার্থীদের ওপর তৈরি হওয়া মানসিক চাপ দূর করতে মানসিক সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।
পরিচালকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, চলমান করোনা ভাইরাস মহামারিতে সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদেরও শিক্ষা, জীবনযাত্রা এবং মানসিক স্বাস্থ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানি এ মহামারী ক্ষনস্থায়ী, একসময় মানবজাতি এই মহামারী থেকে মুক্তি পাবে। এ অবস্থায় আমাদেরকে মনোবল শক্ত করে ধৈর্য্য এবং সাহসিকতা নিয়ে লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে।
পরামর্শক আরও জানান, শিক্ষার্থীদেরকে সহযোগিতার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ হতে মানসিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসক/ মনোবিজ্ঞানীদের মাধ্যমে সেবা প্রদান করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদেরকে বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে দেয়া লিংকে (রেজিস্ট্রেশন লিংক: ( https://forms.gle/
শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক সেমিনার অথবা একক কাউন্সিলিং এর মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। আগ্রহীদেরকে আগামী ০৫ ডিসেম্বর'২১ তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য বলা হলো।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর'২১ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার জয়ন্ত ছাত্রীনিবাস থেকে বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী মাধবী রায় বর্মণ এর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক বিপর্যয়ের কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। মাধবীর গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়। পিতা সত্যেন্দ্র নাথ বর্মন ও মাতা শেফালী রানীর দুই মেয়ের অন্যতম মাধবী রায় বর্মণ।